ক্রিকেটার মমিনুল বিয়ে করতে যাচ্ছেন........
"""একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেন,‘বিয়ে তো করতেই হবে একদিন। আল্লাহ যদি সহায় থাকেন আগামী বছরই বিয়ের কাজটি সেরে ফেলবো""

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের নির্ভরযোগ্য ক্রিকেটার মমিনুল হক(সউরব)। ক্রিকেট এর সাথে সাথে তারুণ্যের সময় পার করে জীবনের নতুন অধ্যায় পা রাখতে যাচ্ছেন তিনি। ক্রিকেট জিবনে ভক্তদের অনেক ভালোবাসা পেয়ে যাচ্ছেন নতুন ইনিংসের দিকে। আগামী বছর নিজের ২৭তম বসন্তেই প্রেমিকার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন এই তারকা।
আর সেই মেয়েটি তার প্রেমিকা ফারিহা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, ব্যবস্থাপনা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। যানা গেছে পারিবারিক ভাবে আয়োজনে ইতিমধ্যে দুজনের বাগদান সম্পূর্ণ হয়েছে। পরিবারের পক্ষ থেকেই কিছুদিন আগে এনগেইজমেন্ট সম্পূর্ণ হয়েছে।’
প্রেমিকাকে নিয়ে এই ক্রিকেট তারকা বলেন,‘আমিই তাকে পছন্দ করেছি। পরে আমার পরিবার থেকে সব কিছু ঠিক করেছে। সে এবার মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে দ্বিতীয় বর্ষে অনার্স পড়ছে। সবার দোয়া করবেন যেন জীবনের বাকিটা সময় ভালো ভাবেই কাটাতে পারি""""
Thanks For sharing valuble Information....
ReplyDeleteMovie box is excellent application for them who love to enjoy
their time with movies and TV series.There was a time when watching
and downloading movies.
movies box apk
moviebox download android